কবিতা ।। এভাবে ।। অভিজিৎ মান্না  - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। এভাবে ।। অভিজিৎ মান্না 


  এভাবে

অভিজিৎ মান্না 


এভাবেই রীতিভ্রম ।
এভাবেই মনসা গাছের ভিতর থেকে 
উঠে আসা গাঢ় কালচে অন্ধকার ।
ঘাস মাড়ানো হিসাব আর লেখা পাতা 
এক্কা দোক্কার ছায়া গোনে রোজ। 
অন্ধকারে আলো ধরা, আলোর পর পথ বাছা ।
যোগ বিয়োগের মানচিত্ৰ পড়ে থাকে --
সব সীমানার ধার বেয়ে। 
 
================
 
 
 
অভিজি্ৎ মান্না 
রবীন্দ্র পল্লী 
আরামবাগ 
হুগলি 



No comments:

Post a Comment