কবিতা ।। জীবন যে রকম ।। বিজয়কৃষ্ণ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। জীবন যে রকম ।। বিজয়কৃষ্ণ রায়


জীবন যে রকম

বিজয়কৃষ্ণ রায়


কেউ শোনে না আমার কথা
কেউ বোঝে না হায়
আমার দিকে একটি বারও
কেউ ফিরে না চায় ৷
খিদের জ্বালায় কেঁদে কেঁদেই
যখন মাথা কুটি
দেয় না তো কেউ কাছে এসে
একটি পোড়া রুটি ৷
রুক্ষ কেশে মলিন বেশে
থাকি পথের পাশে
জানিনে হায় সবাই কেন
আমায় দেখে হাসে ৷
বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে
ঘন আঁধার রাতে
একলা তখন জেগে থাকি
শুয়েই ফুটপাতে ৷
জীবন বীণার সা-রে-গা-মা
করুণ সুরে বাজে
সুখের প্রদীপ জ্বলবে কবে
আপন হিয়ার মাঝে ?
______________________
 
 

বিজয়কৃষ্ণ রায়
গ্রাম  -  নতুনপল্লী,
ডাক -  মছলন্দপুর,
জেলা- উত্তর ২৪ পরগনা
সূচক - ৭৪৩২৮৯

No comments:

Post a Comment