অণুগল্প ।। ট্যাবু ।। চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

অণুগল্প ।। ট্যাবু ।। চন্দন মিত্র

ট্যাবু

চন্দন মিত্র

গাড়ি তখন ছুটছে পশুপতি মার্কেট থেকে মিরিকের দিকে। গাড়িতে ড্রাইভার ছাড়া আছে দুই দম্পতি, মৃণাল-রমা ও মনীশ-নীলিমা। মৃণাল আর রমার বিয়ে হয়েছে মাস ছয়েকের মতো। মনীশ ও নীলিমার প্রায় বছরখানেক হবে। তাদের বেড়ানোর আজ শেষ দিন; সন্ধ্যায় তারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরবে। সকালসকাল পশুপতি মার্কেট ঘুরে এক নেপালি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করে এখন তারা চলেছে মিরিকের দিকে। গাড়ির মধ্যে নানা ধরনের গল্পগুজব চলছিল, চারজনেই বেশ হাসিখুশি। হঠাৎ মনখারাপের মেঘ ডেকে আনে মনীশ। গল্পগুজবের মাঝখানে সে হঠাৎ দুম করে বলে বসে, 'যাই বলিস মৃণাল, যে মেয়েটা মোমো সার্ভ করছিল, একেবারে মোমের মতো। মনে হচ্ছিল চাকরি-বাকরি ছেড়ে ওর সঙ্গেই থেকে যাই।' মনীশের শুক্লবর্ণা স্ত্রী নীলিমা নির্লিপ্তির সঙ্গে বলে, 'কেন যে ছেলেটা ক্যাশে বসেছিল, তাকে দেখেছ ! ওরকম একটা ছেলে পেলে জীবন ধন্য হয়ে যেত !' মেঘবর্ণ মনীশের মুখ ম্লান হয়ে যায়। বাইরে বৃষ্টি শুরু হয়।  

 

======================


চন্দন মিত্র

ভগবানপুর (হরিণডাঙা)

ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা

সূচক- ৭৪৩৩৩১

No comments:

Post a Comment