কবিতা ।। কবিতার কথা ।।  বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। কবিতার কথা ।।  বিশ্বজিৎ কর


কবিতার কথা! 

বিশ্বজিৎ কর

 
কবিতা এখন ভাবায়, মননে! 
তোলপাড় করা শব্দগুলো 
আলোর গতিতে ধাবমান! 
অভাবী মানসিকতায় ক্ষুধার্ত,
বদহজম হয় !
শব্দগুলো শব্দ শোনায়, 
আম আঁটির ভেঁপুর মতো! 
ধানক্ষেতের বুক চিরে -
অপু-দুর্গার মতো দৌড়!
সুপারিশের আতঙ্কে কবিতা 
থরথর করে কাঁপে....! 
এক নতুন সকালের অপেক্ষায়
কবিতা এখন আশায় বসে, 
ধানসিঁড়ি নদীর তীরে বনলতা সেনের সাথে! 
 
 

বিশ্বজিৎ কর, মেদিনীপুর।

No comments:

Post a Comment