কবিতা ।। স্বামীজি ।। শীলা সোম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। স্বামীজি ।। শীলা সোম





স্বামীজি

শীলা সোম


 
স্বামীজি কোথায় তুমি? চেতনার অন্বেষণে,
দিব্যকান্ত সে মূরতি সবার মনের কোণে।
সর্বভূতেই ঈশ্বর, তুমি করেছো দর্শন,
জীবে প্রেম তব বাণী, যেন অমুল্যরতন।

পরখ করে বারবার, নিয়েছো গুরুরে চিনে,
আলোর দিশারী তুমি, এসো এ ঘোর দুর্দিনে।
শ্রীরামকৃষ্ণ গুরু তব, লয়েছো ত্যাগের দীক্ষা,
মানবতার মূর্ত প্রতীক, ধন্য তোমারই শিক্ষা।

সাম্যের বাণী প্রচারিতে, ছুটেছো জগৎময়,
চিকাগো ধর্মমহাসভায়, হয়েছে তোমার জয়।
সর্বধর্মসমন্বয়ের ঘটিয়েছো মেলবন্ধন,
রামকৃষ্ণ মঠ, মিশন, তারই যে নিদর্শন।

ভাই, বোন সম্বোধনে, সবারে করেছো জয়,
দিকে দিকে তব বাণী, জ্ঞানেরই অভ্যুদয়।
যুগপুরুষ, মহান তুমি, কর্মেতে উদ্যমী,
হে ভারতপথিক সন্ন্যাসী, তোমারে মোরা নমি।

















No comments:

Post a Comment