কবিতা ।। অবেলার গান ।। প্রদীপ বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। অবেলার গান ।। প্রদীপ বিশ্বাস

অবেলার গান

প্রদীপ বিশ্বাস


চারিদিকে ধানক্ষেত মাঝে ছোট নদী 
আশেপাশে বিলঝিল একাকার যেন,
সাজানো গোছানো এক মানচিত্র আঁকা 
দূরে সাদা বলাকারা ওড়ে ঝাঁকে ঝাঁকে 
ফিঙে ওড়ে এঁকেবেঁকে মরা নদীর বাঁকে 
ঘুরে ঘুরে ধরে ছোট মাছ কত 
জলে ভিজে নইগুলো হাম্বা হাম্বা ডাকে 
গাছের নীচেতে গাভী দাঁড়িয়ে নীরবে 
জাবর কাটিছে ধীরে চক্ষু দুটি মুদে। 

দমকা বাতাস এলো উড়ে তেড়েফুঁড়ে 
কেটে যায় তাল 
অদূরে গাঁয়েতে তরু এলোমেলো দোলে 
ইশারায় যেন কেউ ডাকে
তালবনের গা ঘেঁষে গাছের ফাঁকে ফাঁকে। 

ওঠে ঢেউ বয়ে চলা নদীটির বুকে 
পাল তুলে গহনার নৌকো চলে ধীরে 
বোঝাই রয়েছে তাতে চুন বালি কাঠ
ঈশান কোণেতে মেঘ ডাকে কড়কড় 
মাঠ ঘাট বাটে ওড়ে ধুলো বালি খড় 
ঝড়ের দাপটে বুক করে ধড়ফড়!

খেয়াপারের তরী গিয়েছে ওপারে 
আসে নাই ফিরে 
এপারেতে চালাঘরে বাজারি মানুষ 
উৎসুক চোখে রয় চেয়ে 
তরী বেয়ে আসে বুঝি নেয়ে! 

No comments:

Post a Comment