ছড়া ।। আম ।। দিলীপ কুমার মধু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। আম ।। দিলীপ কুমার মধু

আম

দিলীপ কুমার মধু


আম অতি মিষ্টি, আম অতি টক
তবু থাকি তাকিয়ে দৃষ্টি অপলক,
থোক থোক হলদে আম ঝুলে আছে গাছে
এই সৌন্দর্য দেখে মন আমার নাচে,
ফজলি , ল্যাংড়া আর আম্রপালি
অরুনা, লক্ষনা, কলাবতী আর রূপালী,
কত আর বলবো জানা আছে সবার
রুচিবোধ তাই ভাই যার যার তার তার,
পাকা আম দেখলে জিভে আসে জল
রসালো এক টুকরো মুখে দিয়ে চল,
আমের মিষ্টতা আছে বিশ্বজুড়ে
তাই ভাই আম খাই থাকি নাকো দূরে,
সারা বছর সহজে যদি পেতাম আম
এক কামড় দিতামই যত থাকুক কাম,
আমের কথা কিছুতেই হয় নাকো শেষ
আম আমার আম, ওগো - বেশ বেশ বেশ বেশ।
 
--------------------
 
দিলীপ কুমার মধু, মেমারি, পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ,ভারত, কথা ---8509852447

No comments:

Post a Comment