ছড়া ।। ছুটির ঘন্টা ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। ছুটির ঘন্টা ।। সাইফুল ইসলাম

ছুটির ঘন্টা

সাইফুল ইসলাম


ছুটির ঘন্টা বাজল যখন
              ঢং ঢং ঢং সুরে,
নীরবতা ভাঙল হঠাৎ 
             পাঠশালাটা জুড়ে।
নিভে গেল পেটের আগুন
             শুনি ছুটির ঘন্টা,
তাড়াতাড়ি বাড়ি ফিরতে
             ছটফট করে মনটা।
মা রয়েছে পথের পানে
            আসবে সোনা কখন,
সারাদিনই চোখের আড়াল
            উদাস উদাস মন।
বেলা দশটার পান্তা ভাতে
             কেমনে কাটে দিন,
ভাবনা আমার চোখের জলে
             দৃষ্টি হল ক্ষীণ।
 
------------------------------------
 
সাইফুল ইসলাম 
গ্রাম-বর্দ্ধনপাড়া
ডাকঘর-পঞ্চহর 
জেলা-বীরভূম 

1 comment: