ছড়া ।। একটি পাখি  ।। ইমরান খান রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। একটি পাখি  ।। ইমরান খান রাজ


একটি পাখি 

ইমরান খান রাজ 


একটি পাখি উড়ছে দেখো 
নীল আকাশের পরে 
খোকন সোনা দেখছে সেটি 
আপন মনের ঘরে। 

ডানা ঝাপটিয়ে ছুটছে পাখি 
খুঁজছে নিজের আহার 
যেদিন তাকায় সেদিক শূন্য 
উঁচু-নিচু পাহাড়। 

হঠাৎ করে ছোট্ট পোকা 
দেখতে পেলো সে 
অমনি করে ঠোঁট বাড়িয়ে 
ধরলো জোরসে। 

================

ইমরান খান রাজ 
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা৷ 
 সাতভিটা, নারিশা, দোহার-ঢাকা ১৩৩২, বাংলাদেশ। পোস্ট কোড: ১৩৩২ 

No comments:

Post a Comment