কবিতা ।। খোলা জানলা ।। সোমা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। খোলা জানলা ।। সোমা মজুমদার

 

খোলা জানলা 

সোমা মজুমদার 


একা জানালা এক ফালি রোদ্দুর 
বিকেলের বাতাসে দোল খাওয়া আমবন
ঘাসফুলের ঠোঁট লেপ্টে থাকা  রোদের আদর 
নাম জানি না পাখিটার ফুলের সাথে খুনসুটি 
আমি জানলার বাইরে চোখ রেখে এমনই করে জগতের মায়াময় রূপসাগরে অবগাহন করি। 

সব মেয়েরই একটা খোলা জানলা থাকুক
পাহাড়ের হাতছানি,  গোলাপি সুখের উপাখ্যান 
কিংবা  সবুজ দ্বীপের সরলতা জানলায় ফেরি করুক নিঝুম সন্ধ্যা। 
একচিলতে সময় সুখের আবেশে জড়িয়ে নিয়ে 
মেয়েগুলো খানিক না হয় বাঁচুক এই নরক সংসারে। 
সব মেয়েরই  একটি খোলা জানলা থাকুক।  

-----------------------------

সোমা মজুমদার 
আসাম, হাইলাকান্দি

 

1 comment:

  1. সংসার কেন নরক হবে ? বিশেষণটা অন্য ভাবে হতে পারতো। সহজ সরল কবিমনের প্রকাশ, নারীকে নিয়ে ভাবনা স্বাভাবিক। সুন্দর লেখা। অভিনন্দন ও শুভেচ্ছা।

    ReplyDelete