কবিতা ।। মানুষের ঠাকুর ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। মানুষের ঠাকুর ।। অশোক দাশ

মানুষের ঠাকুর

অশোক দাশ


ক্লান্তিহীন রাত্রিদিন সোনার ফসল ফলায় যারা মাঠে,
বন্ধু সুজন  থাকবে  কেন  উপোস এই স্বাধীন দেশে?
শ্রম  আর  ঘামে   যারা  বানায়   সভ্যতার   ইমারত,
তাদের ঘরে নিত্য অভাব অকাল মৃত্যু কেন আঁধার রাত?
আকাশ ছোঁয়া স্বপ্ন যাদের দেশ গড়ার ভবিষ্যৎ কারিগর,
বঞ্চনা লাঞ্ছনা বুকে সহে কেন রাজপথ হবে তাদের ঘর?

খোলা আকাশের নিচে কাটে লাখ জীবন শীত- গ্রীষ্ম- বর্ষা,
বসত হারা ছিন্নমূলের কোথায় শান্তির আশ্রয়
 কেন গৃহহারা?
মানবতার পথ চেনালো মহান মনীষী যারা তারাই তো অবিনশ্বর,
সুখে- দুখে আপদে-বিপদে মানুষের পাশে বিনিদ্র রজনী তারাই মানুষের ঠাকুর ঈশ্বর ।
 
===================


অশোক দাশ
ভোজান , রসপুর , হাওড়া , পশ্চিমবঙ্গ, ভারত।



No comments:

Post a Comment