কবিতা ।। পাঁচটা মিনিট ধার ।। মৌসম সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। পাঁচটা মিনিট ধার ।। মৌসম সামন্ত


পাঁচটা মিনিট ধার

মৌসম সামন্ত


আমার তৃতীয় চোখ, পেরিয়ে আসা সারেগামা,

সিঁড়ি দিয়ে উঠে আসা তার চোখের দিকেই গেলো

তারপর প্রশ্ন করলো : কীরকম আছো মানুষেরা?

বইয়ের পাতার আগুন অথবা বিদেশি কুকুরের

বমির মধ্যে যেখানে চলে চমৎকার মেয়েটির জেরা।


ভাষা নেই তাদের, রক্তে ওরা জড়িয়ে নিয়েছে সময়

যেখানে একা ফুটপাথে হেঁটে যাচ্ছো তুমি

কীভাবে কবিতা হবে? কীভাবে ভাবনা?

বোমা ভেবে যা ছুঁড়ে ফেলি, সব কবিতা হয়

কেনো এই দিনরাত আসে? কেনো প্রেম?

যে বুঝেছে তুমি তার সঙ্গে গিয়ে থাকতে শেখো

কেউ বাইরে যাবে, কেউ বসবে তোমার কোলে

আমার ছায়ারা দিব্যি তোমার চুমু খাওয়া দেখবে


আমার লাভার কাছে পড়ে আছে কার ছবি?

পথ কেটে যাচ্ছি, দু ইঞ্চি বালির উপর সবই

আপনমুগ্ধ মানুষ নিজেই আনন্দ হয়ে আছে

আমার বিকৃত বিক্রিত আত্মা চেয়েছিলে ঘরে

'কী স্মার্ট হিংস্রতা তোমার' তবু নেই কণ্ঠস্বরে।

যখনই মৃত্যুকে ভাবি, ধরে ফেলি আরও পাখি

তোমার জীবন থেকে পাঁচটা মিনিট ধার দেবে কি?

 

----------------------

 মৌসম সামন্ত (অসুর)
16, Sankhari tola Street, Kolkata-700014, India

No comments:

Post a Comment