ছড়া ।। পদ্যওয়ালা ।। ক্ষুদিরাম নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। পদ্যওয়ালা ।। ক্ষুদিরাম নস্কর

পদ্যওয়ালা

ক্ষুদিরাম নস্কর


সদ্য কটা পদ্য শিখে নন্দলালের নাতি, 
ভাবছে যেন কেউকেটা সে সবাই আতি পাতি। 
মঞ্চে উঠে মানুষ দেখে ভাবল এ নয় সোজা, 
ছেড়ে দে মা কেঁদে বাঁচি নামিয়ে দে বোঝা।

শুকনোমুখে মাইক ধরে কাঁপছে দেখে উরু, 
বুঝতে কিছু পারছে না সে করবে কোথায় শুরু! 
শুরু যদি করলো বা কি মধ্যে গেছে ভুলে, 
মুখস্ত সব পণ্ড শ্রম দাঁত যাবে আজ খুলে।

বিপদকালে বুদ্ধি নষ্ট শাস্ত্রে আছে লেখা,
বইটি যদি একটুখানি এখন যেত দেখা---
সে গুড়েও বালি এখন অগাধ আস্থা থেকে,
পেশাদারী পদ্যওয়ালা বলবে কি বই দেখে?

সভায় পাবে সম্বর্ধনা, জুটবে মেডেলও তো।
তুলবে ছবি দেখাবে নাম মিডিয়ায় যে যত। 
কিন্তু হঠাৎ কি যে হলো বিগড়ে গেল বিধি, 
উত্তেজিত জনতাকে বোঝাবে কোন দিদি।

দর্শকেরা চিল্লে বলে নামিয়ে দাও ওকে,
পদ্যওয়ালা মঞ্চ ছেড়ে কাঁদতে থাকে শোকে।
 
===============

সোনারপুর 
দক্ষিণ চব্বিশ পরগনা। 

No comments:

Post a Comment