ছড়া ।। ফেরে নাকো আর ।। সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

ছড়া ।। ফেরে নাকো আর ।। সুমন নস্কর

ফেরে নাকো আর 

সুমন নস্কর


যে দিনগুলো ভাবলে মনে করুণ ব্যাথা বাজে,
যন্ত্রনা আর ব্যথার পাষাণ চাপে  বুকের মাঝে।
           সে দিনগুলো ভুলতে যে চাই
            না ভুললে যে যন্ত্রনা পাই
তাই মনে হয় যা গেছে যাক দুঃখ না পাই কাজে!!

সুখের স্মৃতি দুখের স্মৃতি স্মৃতি নানান ভাবে,
এই তো জীবন স্মৃতিগুলো আসবে এবং যাবে।
           তাকাও যত পিছন পানে
           পিছু সে ডাক বাজবে কানে
তবুও তার নাগাল জেনো কেউ মোটে না পাবে!!

বলতে পারো সত্যি কি আর ফেরার উপায় আছে?
ধাপ্পা দিয়ে পালিয়েছে যে লুকিয়ে তোমার পাছে!
           দূর থেকে যে বহুত দূরে
           বাজিয়ে বীণা করুণ সুরে
ফেরার মত যে ফিরে যায় আর আসে না কাছে!!

===================


সুমন নস্কর
গ্রাম + পোষ্ট - বনসুন্দরিয়া
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা


No comments:

Post a Comment