Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

ভুলি কেমন করে ।। অশোক দাশ

ভুলি কেমন করে

অশোক দাশ


ভুলি কেমন করে!
 আবছা শৈশব
না পাওয়ার বেদনার দিনগুলি
ছিল না লাট্টু লতি, পেটকাটা রঙিন ঘুড়ি
শুধু চেয়ে- চেয়ে দেখে -দেখে
কেটে গেছে কিশোর বেলা।
ভুলি কেমন করে!
 উপোসী জঠরে ভুট্টা- মাইলো -জবের আটা
একটা পাকা তাল ভাগ করে ক্ষুন্নি নিবৃত্তি।
মাকড়সার জালে ভর্তি ভাতের হাড়ি
বাতাসের ঘ্রানে ভাতের গন্ধ
গরম ভাত অধরা।
ভুলি কেমন করে!
আতঙ্কের অন্ধকার দিন
পথে-ঘাটে ধান ক্ষেতে মানুষের রক্তাক্ত লাশ
দাউ -দাউ করে জ্বলছে স্কুল বাড়ি
লেলিহান অগ্নিশিখার কালো ধোঁয়ায় 
ঢাকা সুনীল আকাশ।
ভুলি কেমন করে!
জরুরি অবস্থার কালাকানুন
নিষিদ্ধ রবীন্দ্র -নজরুল -শরৎ -সুকান্ত।
স্বাধীন মত প্রকাশ সোচ্চারে নয়
প্রতিবাদ  ফিসফাস
ছাই চাপা আগুনে বিস্ফোরণ
ছিন্নভিন্ন অত্যাচারী আগ্রাসন।
ভুলি কেমন করে!
দিন বদলের ইতিহাস
আমূল ভূমি সংস্কার ,গ্রামে গ্রামে কর্মযজ্ঞ 
দাসত্বের অবসান, উন্নত শীর
 মানুষের অধিকার ফিরে পাওয়ার সম্মান
শিক্ষায় গণজাগরণ
যৌবনে জোয়ার বান
শিল্প সংস্কৃতিতে নব আলোড়ন
ঝড়ে ভাঙা শাখা-প্রশাখায়
পল্লবীত কিশলয়, ফুলে ফলে বিকশিত সৌরভ।
ভুলি কেমন করে!
বিকৃত বিবেকের ষড়যন্ত্রে,
ক্ষমতার লোভে, অশুভ শক্তির সম্মিলিত প্রয়াসে,
একটা স্বপ্নের অপমৃত্যু।
সত্যকে মিথ্যার মোড়কে মানুষকে বিপথে চালিত।
ভুলি কেমন করে!
অহং বোধে উন্মত্ত স্বৈরাচারী শাসকের
গণতন্ত্রের কণ্ঠরোধ।
উন্নত মস্তক পদানত
ভিখিরির একই লাইনে ধনী-নির্ধন  ।
প্রতিবাদ প্রতিরোধের লাইন ক্রমশঃ দীর্ঘায়িত
জাগরণের মহামন্ত্রে ঘটবেই নব উত্তরণ
তমসার আধার শেষেই তো ভোরের সূর্যোদয়।

=============


অশোক দাশ
ভোজান ,রসপুর, হাওড়া ,পশ্চিমবঙ্গ, ভারত।





মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩