কবিতা ।। ফিরে দেখা ।। গনেশ মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। ফিরে দেখা ।। গনেশ মালিক

ফিরে দেখা

গনেশ মালিক

 
যত ভাবি ভুলে যাব ফেলে আসা কাল
পুরানো বটের ঝুরি পরিয়েছে বেড়ি
এতকাল ধরে বোনা আমারই মায়া জাল
এখনো মধ্য দুপুরে আমারা কৈশোরে ফিরি।

যত ভাবি ভুলে যাব চলে যাব দূর
অনাদি অতীত ডাকে তুলসী তলায়
যেখানে পায়ের চিহ্ন  আঁকা হয়ে গেছে
বাংলার যত আছে মা বোন জায়ার।

সব গন্থি ছিন্ন করে  হয়ছি বাহির
হেঁটেছি অনেক পথ যেতে হবে আরো দূরে
এক দিন এই পথে আসি নাকি ঘুরে
বাবারই কাঁধে চড়ে হাজার গল্পের ভিতর।


                  ###


Ganesh Malik
Sahala,
Falta,
South 24 Parganas


No comments:

Post a Comment