ফিরে দেখা ইতিহাস
সুনন্দ মন্ডল
রাস্তাটা ক্রমশ সোজা...
কোনো বাঁক নেই
দুপাশে গাছেদের সারি
আর দু'একটা পাখি, ভাষা জানা নেই।
সোজা পথে
ধাবমান পুরোনো স্মৃতির রেখা।
জীবনের একটি নাতিদীর্ঘ প্রবন্ধ ছিলাম
আজ দুজনা দুদিকে, নেই কোনো দেখা।
সেদিনের সে-ই প্রবন্ধের ভূমিকা আমি
তুমি উপসংহার হয়ে আছ।
এ পথের শেষ প্রান্তে নতুন আলোর ছটা
তুমি বোধহয় ঠিকানা পেয়ে গেছ।
আমি স্মৃতির মতোই ফিরে দেখার ছোট্ট ইতিহাস,
কী আর বলি বল? বুক বাঁধা নদীর মতোই ফেলি দীর্ঘশ্বাস।
=============================
সুনন্দ মন্ডল, কাঠিয়া, পাইকর, বীরভূম
No comments:
Post a Comment