Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। কোথায় পাব তারে ।। নিরঞ্জন মণ্ডল

কোথায় পাব তারে

নিরঞ্জন মণ্ডল


চলতে পথে বাঁক পেরিয়ে যখন ফিরে চাই
পেরিয়ে আসা পথের রেখার আধেক টুকুই নাই!
হারিয়েছে তার গাছগাছালির চিকন সবুজ মায়া
ফসল খেতে রোদের চুমা গেরস্থালীর কায়া।

হারিয়ে গেছে পুকুর জলে ডুব-সাঁতারের সুখ,
বট পাকুড়ের ছায়ায় ভেজা হাজার চেনা মুখ।
ধূপছায়া রোদ নিঝুম দুপুর আকাশ মুখো ঘুড়ি
ঘাস ফড়িঙের ঘাড় বাঁকানো,আলতো ওড়াউড়ি।

আল পথে রোজ কলকলিয়ে শ্লেট পেনসিল বই
ঝোলায় ভরে স্কুল-মুখো ছুট ফুটিয়ে মুখে খই
যেতেম যারা কোথায় তারা হারিয়ে গেছে আজ
ভূবনডাঙার সৃজন-স্রোতে থামিয়ে সকল কাজ!

ধু-ধু মাঠের কপাল ছোঁয়া বাবলা হলুদ ফুল
টলটলে জল মাঠ-পুকুরে শাপলা দোদুল দুল
পানকৌড়ির ডুব-সাঁতারে লাফিয়ে ওঠা মাছ
বাবলা ডালে মাছরাঙাদের অলোক চপল নাচ ;

স্মৃতির মাঝে আজও এদের আবছায়া রূপ ভাসে
রাতের ঘুমে সজনে সোঁদাল ফুলরা অমল হাসে।
তেঁতুল ডালের চোখ না ফোটা দুইটা শালিক ছানা
স্বপ্নে সাকার হলেও তাদের ছুঁইতে আছে মানা!

শালুক ফুলের সফেদ ডানার নাগাল পাওয়াই দায়
টুকটুকে লাল ছাঁচি কুলের গন্ধ এ মন চায়।
তাল খেজুরের নিটোল কায়ায় বিভোর চোখের তারা ;
বাবলা ডালের ধঁদুল-ফুলে হই যে আপন হারা।

কবির লড়াই তর্জা গানের সুর-ঝুরঝুর দিন
আঁধার বুকে জমিয়ে গেছে অনেক অনেক ঋণ।
পোষ-পাবনে মনসা পুজোয় টুসু ভাদুর গানে
পয়লা বোশেখ গোষ্ঠপুজোয় ছুটছি গোপন টানে।

যাত্রাপালা রথের মেলা ঘোড়দৌড়ের মাঠ
টেমির আলোয় খলবলানো গাঁয়ের ভরাট হাট
বিকিকিনির মাঝেও নিপাট কুশল বিনিময়
ঝর্ণা-ধারার মতোই বুকে কলকলিয়ে বয়।

খেত ভরানো ধানের চারায় নরম রোদের খেলা
বুক চিরে তার মাটির পথে ঘাসফুলেদের মেলা
মাটির দাওয়ার কপাল ছোঁয়া উঠোন পুকুর-ঘাট
চুপ-পায়েতে হারিয়েছে সব চুকিয়ে মুখর পাঠ।

বাউনি পুজোর ধানের মরাই,তুলসি তলার সাঁঝ
প্রদীপ শিখায় মগ্ন নিথর আলতা শাড়ির সাজ
ধুনোর ধোঁয়া গন্ধ-ধূপের চনমনানো হাওয়া
উতল হলেও সবটা ফাঁকি--যায় না আজ আর চাওয়া!

আকাশ-গাঙের গহিন মেঘের ঝমঝমানো স্বর
জড়ায় না আর কাদায় জলে সকাল দুপুর ভর!
নৌকো হয়ে দুলছে না আর উঠোন পুকুর-জলে
খাতার ছেঁড়া পাতারা সব উধাও স্মৃতির তলে।

চোত-গাজনের ঠমক নাচে ঘুঙুরী ঝুমঝুম
ঢোল কাঁসরের চকিত বোলে দুপুর বেলার ঘুম
ভাঙছে না আর নাড়িয়ে চেতন গাজন-গানের মায়া
সবটুকু তার অলিক এখন সাহারা-ধূপছায়া!

বাবার শাসন, মায়ের আদর,ঠাকুর-তলার মাঠ
পাতার বাঁশি,লাঠির খেলায় প্রথম জীবন-পাঠ
রামধনু রঙ ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার ভয়
মা-র আঁচলে লুকিয়ে যাওয়া--ফিরে পাওয়ার নয়।

নেই রাজ‍্যের নৈরাজ‍্যেও একটা কেবল সুখ
চোখ-নাগালে পাচ্ছি আজও কয়টা চেনা মুখ।
সেই মুখেতে ছড়িয়ে আজও অলোক অমল হাসি;
সব সয়ে তাই পথ হেঁটে যাই,জীবন-ডিঙায় ভাসি।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল