কবিতা ।। বেভুল বাতাস ।। রোহিত কুমার সরদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। বেভুল বাতাস ।। রোহিত কুমার সরদার

বেভুল বাতাস 

রোহিত কুমার সরদার 


পলাশ রাঙা বেভুল বাতাস বাঁশির সুরে মন ভোলে 
কম বয়সের দক্ষিণ হাওয়া অল্প জলেই ঢেউ তোলে। 
প্রথম কথা প্রথম দিবস প্রথম রঙের জলছবি 
ওলট পালট খাতার পাতা হারমনিয়াম ভৈরবী। 

যেমন করে পৌষালি দিন উষ্ণতা চায় রবির ছটায় 
খরস্রোতা ভুল হয়ে যায় থার্মোমিটার পারদ গোনায়। 
এমন যে জ্বর নাছোড়বান্দা মাথার মধ্যে জট পাকায় 
অভিমানের নীরবতা ভানুমতী ইন্দ্রজালে পোষ মানায়। 

জল টুপটুপ কচু পাতায় মন টলমল বসন্তে
ধূলো বালি যেমন ওড়ায় দমকা ঝড়ের সংকেত। 
গাছ থেকে যায় শিকড় ছড়ায় ষোড়শ থেকে চব্বিশে 
বুকের বাঁধন শক্ত করে মুক্তি দেওয়ার আভাসে। 

অভিসার মন অস্তরাগে যান্ত্রিকতার নাগপাশে 
একলা সময় বান্ধবী থাক মন অলিন্দের প্রবাসে। 

 

.......................................................................

 

রোহিত কুমার সরদার 
পো: + থানা - ক্যানিং, 
দক্ষিণ ২৪ পরগণা 

No comments:

Post a Comment