কবিতা ।। ফেলে আসা দিনগুলি ।। প্রবোধ কুমার মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। ফেলে আসা দিনগুলি ।। প্রবোধ কুমার মৃধা

ফেলে আসা দিনগুলি

প্রবোধ কুমার মৃধা


জীবন সায়াহ্নে এসে আজ,
           মন চায় ফিরে যেতে
                  ফেলে আসা অতীতের
                          মুছে যাওয়া পদ চিহ্ন ধরে - 
                                 জীবনের পূর্বাহ্ণ বেলায়।
প্রাণের প্রাচুর্যে ভরা কৈশোরের
                  উচ্ছল রঙিন দিনগুলি- 
খেয়ালি-স্বপ্ন- মাখা একান্ত স্বাধীন
                আনন্দ মুখর ছিল সে-সময়।
শৈশবের খেলাঘর, কৈশোরের শিক্ষা -নিকেতন,
             স্মৃতির সরণি ধরে- 
                     আজ‌ও তারা ডাকে ইশারায় ।
ডাকিছে বিস্তীর্ণ মাঠ, অসীম আকাশ,
                  চঞ্চল- তরুণ সঙ্গীদল ।
পথে পথে ফেলে আসা পথের পাঁচালী।
যে-পথের বাঁকে বাঁকে আজও উঁকি দেয়
                 ছেড়ে আসা বাল্য ও কৈশোর।
যদি পারিতাম যেতে ফিরে একবার 
সেদিনের সেই মুক্ত জীবনে আবার - 
ভরে নিতে পারিতাম এক বুক নির্মল নিঃশ্বাস।
                      __________ 
                  

No comments:

Post a Comment