ভুলতে পারি না
অমরেশ বিশ্বাস
আসবে বলে ঘর সাজিয়ে
ছিলাম অপেক্ষাতে
সেদিন আমার দুই চোখে ঘুম
আসেওনি আর রাতে।
শুকিয়ে ম্লান ফুলদানিতে
রজনীগন্ধা ফুল
কেন এলে না জানি না
কি ছিল আমার ভুল!
আসবে তুমি বাসবে ভালো
স্বপ্ন ছিল কত
ভাবতাম রাজপুত্তুর হয়
ঠিক তোমারই মত।
ভেবেছিলাম কত আদর
করবে তুমি এসে
তোমার ঘোড়ার পিঠে চড়ে
যাব নতুন দেশে।
ভুলতে পারি না তোমাকে
তাকাই পথের পানে
একদিন ঠিক আসবে ভাবি
ভালবাসার টানে।
*** *** ***
অমরেশ বিশ্বাস
রবীন্দ্রপল্লী মেইন রোড
নিমতা
কলকাতাঃ৭০০০৪৯
No comments:
Post a Comment