ছড়া ।। পেছন ফিরে দেখা ।। অজয় বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

ছড়া ।। পেছন ফিরে দেখা ।। অজয় বিশ্বাস

পেছন ফিরে দেখা  

অজয় বিশ্বাস


বছর প্রান্তে দু'পা রেখে 
যদি দেখি ফিরে, 
ফেলে আসা পথটা ঢাকে 
নানান ছবির ভিড়ে।

পেয়েছি তো অনেক কিছু 
হারিয়েছি কত,
সে সব হিসেব করতে গেলে 
বাড়বে ব্যথা যত।

তবু মনের কোণে এসে 
তারা তোলে ঝড়টা,
হচ্ছে মনে আছে জুড়ে 
আমার ছোট্ট ঘরটা।

ফেলে আসা দিনগুলোকে 
যাবে না তো ভোলা,
সে সব ছবি সোনার ঝাঁপি 
জুড়ে থাক না তোলা।

-----------------------------------


অজয় বিশ্বাস, শ্রীনগর, বিরাটী, কলকাতা-৭০০০৫১

No comments:

Post a Comment