ছড়া ।। আর কি পাবো ।। জগদীশ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

ছড়া ।। আর কি পাবো ।। জগদীশ মন্ডল


আর কি পাবো

জগদীশ  মন্ডল


ফেলে আসা দিনের কথা খুব টানে যে মন,
গ্ৰামের কাছে পাই খুঁজে পাই শৈশবের জীবন।

বইয়ের ব‍্যাগটি কাঁধে নিয়ে ছুটে চপ্পল পায়,
সামনে দিঘি  পৌঁছে যেতাম পাঠশালার দাওয়ায়।

ছুটি হলে রাস্তার ধারে আম দেখতে পেলে,
লাঠি দিয়ে আঁকশি বানাই বইয়ের ব‍্যাগ ফেলে।

একা একা পাইনা নাগাল বন্ধুটি ধরে,
আম পড়ে যেই হৈ হুল্লোড় নিজের পকেট ভরে।

কখন আবার কাঁচের মার্বেল হাতে রাবার বল,
নদীর ধারে পুকুর জলে কতই কোলাহল‌।

বিকেল হলে ক'জন বন্ধু হাতে ছিপ নিয়ে,
মাছ ধরেছি ট‍্যাংরা ল‍্যাঠা কেঁচোর টোপ দিয়ে।

ইস্কুল সময় কখন সখন আচার করে লুট,
কোথায় টিফিন ব‍্যাগটা নিয়ে দে ছুট গোল্লা ছুট।

ডাঙ্গুলি ও লাটিম খেলা কোথায় গেলো সব,
আর কোনদিন ফিরে পাবো হারানো শৈশব !

***************************************

জগদীশ মন্ডল ।। নতুন পুকুর রোড।। 
চড়কডাঙা।। পোস্ট:: বারাসাত।। কলকাতা:: 700124






No comments:

Post a Comment