কবিতা ।। ফিরে দেখা ।। মীরা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। ফিরে দেখা ।। মীরা রায়

ফিরে দেখা 

মীরা রায়


জীবনের অনেক পথ চলে এসেছি
কখনো গড়েছি কখনো ভেঙেছি মেলা
এখন এবার ফিরে দেখার সময়
করছি ফেরার খেলা।

অনেক ভুল অনেক খারাপ ব্যবহার
হয়তো করেছি আগে
এখন সারা জীবনের হিসাব নিকাশ
করতে ব্যথা লাগে।

তখন কত সমস্যা ছিল পদে পদে
পাইনি সমাধানের পথ
আজ শেষ বেলায় এসে
তৈরি করি স্বর্গের রথ।

আজ আমি আর সেদিনের আমি
অনেক যে তফাৎ
সেদিন আমার কত অহঙ্কার ছিল
ছিল মনে ঘাত -প্রতিঘাত।

আজ সব ভুল শুধরে নেব
সবাই কে করবো আপনার
কাউকে দেব না কোনো কষ্ট
সুখের মুখ দেখবো সবার।

================

মীরা রায়
আঁকড়ি, শ্রীরামপুর, পুরশুড়া, হুগলি

No comments:

Post a Comment