কবিতা ।। ফিরে দেখি অবসরে ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। ফিরে দেখি অবসরে ।। দীনেশ সরকার

ফিরে দেখি অবসরে

দীনেশ সরকার


যখন থাকি একলা ঘরে একান্ত নিরালায়
কত স্মৃতি ভিড় করে এই মনেরই জানালায় ।
ফিরে দেখি, যাই হারিয়ে স্মৃতিরোমন্থনে
দুঃখ-সুখের জাল বোনা সেই অতীত বাতায়নে ।

প্রিয়জনের বিয়োগ ব্যথা মনের কোণে বাজে
মন থেকে সব ঝেড়ে ঝেড়ে ফেলতে পারি না যে ।
কত পর যে হ'লো আপন আর আপন হ'লো পর
দিনের শেষে ফিরে দেখি যোগ-বিয়োগ শূন্য ঘর ।

মধুর স্মৃতি বালকবেলার ফিরে ফিরে আসে
দিনগুলো সব চোখের পাতায় ছবি হয়ে ভাসে ।
স্কুল জীবন সেরা জীবন আর পাবো না ফিরে
দুঃখ সুখের মেলবন্ধন যে আমায় রাখে ঘিরে ।

ভালো লাগে ফিরে যেতে অতীত রোমন্থনে
হারানো সেই দিনগুলো সব ভিড় করে যে মনে ।
বাঁচার রসদ একটু হলেও পাই যে আমি খুঁজে
নির্জনতায় স্মৃতিমেদুর থাকি চক্ষু বুঁজে ।


***********************************


দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --- ৭২১৩০৬

No comments:

Post a Comment