কবিতা ।। দুরবীনে ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। দুরবীনে ।। প্রতীক মিত্র

দুরবীনে

প্রতীক মিত্র


স্মৃতি বড় অকাজের। 
খালি বাঁধন আলগা করে দেয়।
জল বইতে শুরু করে সাঁকোর ওপর দিয়ে।
কিছু জিনিস ভুলে যাওয়া ভালো।
কিছু পাতা উলটে যাওয়া।
সময়ের মতন যদি একগুঁয়ে 
আর উদাসীন হওয়া যেত
পেছনে ফেলে আসা হারানো মুহুর্তের এসব ক্ষত
খুব একটা হয়তো করতো না হেরফের।
ওরা ওদের মতন আছে এবং ভালো আছে।
আমি আমার মতন আছি এবং ভালো আছি
উপরিতলে যাতে অতীতের হাঙর কামড়ে না দেয় পাছে।
একটু আধটু ভিজে ভিজে চোখ মিছামিছি।
সময়ের মতন যদি একগুঁয়ে হওয়া যেত;
জল বয়েই চলেছে সাঁকো দিয়ে।

==============

প্রতীক মিত্র
কোন্নগর-712235, হুগলি। 


















No comments:

Post a Comment