অণুগদ্য ।। অতসী গোধূলির স্বপ্ন ।। শাশ্বত বোস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

অণুগদ্য ।। অতসী গোধূলির স্বপ্ন ।। শাশ্বত বোস



অতসী গোধূলির স্বপ্ন

শাশ্বত বোস

চিরে যাওয়া বিকেলের রোদটা বাড়িটার কার্নিশ বেয়ে গড়িয়ে পাড়তে চেয়েছিল হয়তো, পারেনি| অনেকটা এলিয়ে পড়ে পাঁচিলে আটকে গিয়ে যেন কুমির ডাঙা খেলছে| একটা আলগা হয়ে ভাসতে চাওয়া পাখি ঝুপ করে বাড়িটার কার্নিশে এসে বসে মনকেমনের একটা গান ধরে| গানটা যেন আমি শুনে আসছি মাতৃগর্ভ থেকে| শুনেছিলাম বাড়িটা বানাতে আমার বাবা উদয়াস্ত পরিশ্রমের পর ওভারটাইম করতেন| বিরহী আফ্রোদিতির ঢঙে বাড়িটা যেন বলতে চায়, না বলতে পারা লোকগান| আমার দেশের ভাটিয়ালি কুলীন সংগীতের মর্যাদার আশায় যেন ওড়না হয়ে জড়িয়ে আছে বাড়িটার সমস্ত শরীর জুড়ে| পাশের বাড়িটা ভেঙে ফেলেছে| সেই শব পরিষ্কারের পর ফুটে উঠেছে একটা গোটা দেশের মানচিত্র| মৃত্যুকে সস্তার চুমু ছুঁড়ে বোকা বাক্সের মতো আমাদের বাড়িটা আজ বড়ো একা হয়ে গেছে| আর আমার চোখের অগভীর স্বপ্নে ভেসে আসছে ছেলেবেলায় পাশের মাঠে শীতকালে হওয়া যাত্রাপালার কথা| সেই যাত্রায় ধোপা পট্টির রমেনের করা শকুনির নাচ বহু বড় বয়স অবধি নকল করে দেখাত আমার মামারা| ছেলেবেলায় আমাদের বাড়ির লক্ষ্মীপুজোয় পুরো পাড়া পাত পেড়ে খেত| সেই লক্ষ্মীপুজোর গল্প করে কেটে গিয়েছে কত অনামী শনি রবিবার| বাড়িটা কাল ভাঙা শুরু হবে| আমার কানে কানে কে যেন বলে উঠল, "ইরাবতীর চড়ায় যাবি?"

 ==========================



শাশ্বত বোস

পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার

৩২/৩১ডাক্তার বাগান লেন

পোস্টমল্লিকপাড়া

শ্রীরামপুর,হুগলী 





No comments:

Post a Comment