ছড়া ।। স্মৃতির সরণিতে ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

ছড়া ।। স্মৃতির সরণিতে ।। দীপক পাল

 

স্মৃতির সরণিতে

দীপক পাল


আমি যখন ছোট্ট ছিলাম,

          বাড়ির সামনে মাঠ ছিল                                              

মাঠটা মস্ত বড় ছিল,

          মেঠো একটা পথ ছিল

পথটা ছিল উঁচু নিঁচু,

          গরুর গাড়ি চলতো কিছু,

দূর থেকে দেখতে পেতাম

          লণ্ঠন্টার ওঠা নামা,

বট গাছেতে আলো পড়ে       

          অন্ধকারটা হতো জমা।

আগে অনেক গাছ ছিল

          তাল নারকেল খেজুর গাছ,

সেই গাছেদের ঘিরে ঘিরে

          খেলতাম মোরা বারো মাস।

প্রজাপতি ফরিংয়েরা বসতো ফুলে ফুলে

ওদের সাথে ছুটে যেতাম আমরা দলে দলে।

এই এলাকার আশেপাশে

          গোটা তিনেক পুকুর ছিল;

সেই পুকুরে বল তুলতে

          দীপঙ্করটা মরেছিল।

গোয়ালেরা স্নান করাতে

          মোষগুলোকে নামিয়ে দিত,

বহুলোকে কাজের পরে

          স্নান করতে পুকুর যেত।

জোনাকিদের আলো ছিল

         ঝি ঝি পোকার ডাক ছিল

শিয়ালেরও হাঁক ছিল

          বাইরে ভূতের ভয় ছিল।

বেদেদের ছাউনি ছিল মাঠের শেষ প্রান্তে;

রামলীলাও জমত রাতে মাঠের আর একপ্রান্তে।

 

একদিন দেখি গাড়ি গাড়ি

          আসছে অনেক মাটি,

পুকুরগুলো ভরাট করে

          তুলছে বসত বাটি।

C.I.T রাস্তা বানায়

           কুচিপাথরে পিচ মিশিয়ে।

নরদমাটা পাকা করে

           বড়ো চওরা পাইপ বসিয়ে।

চাপাকলে রাস্তা ভেজায়

           লম্বা লম্বা পাইপ দিয়ে।

ফুটপাথে লোক হেঁটে বেড়ায়

           রাস্তাটাকে ছেড়ে দিয়ে।

লাইটপোষ্টের আলো পড়ে

           রাস্তা লাগে দিনের মতো,

রাতের বেলায় বাস ট্যাক্সি

           চলছে ধেয়ে কত শত।

ইংরেজী এক ইস্কুল হলো

            ছাত্রী ভর্তি হলো কত

স্কুল বাসটা বড়ো হলেও

           ছাত্রী উঠলে ভরে যেতো।

এত বড় পরিবর্তন

           দেখেছি নিজের চোখে

বারান্দায় বসে থেকে

           মজদুরদের কাজ দেখে।

মাঝে মাঝে ভেসে ওঠে

           পুরানো সেই স্মৃতি

নিজের চোখে দেখেছি যা;

           টানলাম এখন ইতি।

No comments:

Post a Comment