কবিতা ।। ফিরে দেখা ।। মহাজিস মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। ফিরে দেখা ।। মহাজিস মণ্ডল

ফিরে দেখা

মহাজিস মণ্ডল


কখনও কখনও সময়ের কাছে
আবার কখনও নিজের কাছে
ফিরে আসতে হয় সবাইকে

ওই নদী জানে আকাশকে
আর আকাশ জানে ওই নক্ষত্রকে
মাটির বুকে মিশে থাকে জন্মের দাগ

ফিরে দেখার পাতাগুলো 
অনবরত উল্টাতে উল্টাতে
শুধুই তোমাকে ছুঁয়ে যাচ্ছি ছুঁয়ে
হাজার বছরের স্বপ্ন বুকে ধরে অনন্ত...


                              ----০----

মহাজিস মণ্ডল
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা-৭০০১০৪


                            -০-

No comments:

Post a Comment