কবিতা ।। কবিতার ভূবন ।। হামিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। কবিতার ভূবন ।। হামিদুল ইসলাম

কবিতার ভূবন 

হামিদুল ইসলাম



বসন্তের হাওয়ায় ভাসে বৃষ্টির সুবাস 
বৃষ্টি নেই
তবু ভিজে যায় রাত
বালিশের বুকে আজও আঁকি হিরণ্ময় দিন     ।।


মনে পড়ে প্রিয় অশথ
ফিরে আসে স্বপ্ন। ফিরে আসে অনন্ত কথার আলাপন
আমরা তখনো খরস্রোতা
আমরা তখনো অতলান্তিক জীবন      ।।


অদূরে অবরুদ্ধ কথাঘর
নিরন্ন মানুষের মিছিল
আমরা তখন বারুদ
আমরা বিপ্লবী। মহাবিপ্লবের নিশানা ওড়াই প্রতিদিন       ।।


আজও শোষণ আর বঞ্চনা
আজও পায়ে পায়ে ফিরে আসে বিভেদ
রাজপথে চাপ চাপ রক্ত
আজও ধনী গরিবের লড়াই। জীবন যুদ্ধ চিরন্তন       ।।


আজও কারা বিকৃত করে ইতিহাস
কারা মাথার ঘাম পায়ে ফেলে নিঃসংকোচে ধুকে মরে সারা জীবন 
তবু ফিরে আসে মায়া
তবু আলোয় আলোয় আলোময় করে তুলি কবিতার ভূবন    ।।

==================

হামিদুল ইসলাম
গ্রাম +পোষ্ট =কুমারগঞ্জ।
জেলা =দক্ষিণ দিনাজপুর।







No comments:

Post a Comment