কবিতা ।। মূল্যহীন জীবনের পাতা ।। অমল কুমার ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা ।। মূল্যহীন জীবনের পাতা ।। অমল কুমার ব্যানার্জী

মূল্যহীন জীবনের পাতা

অমল কুমার ব্যানার্জী 


কথাগুলো বলতে বলতে থেমে যায় নন্দন,
কবিতার পাতাগুলো খালি হাবিজাবির মাঝে। 
বৃদ্ধ বটগাছটার কথা ভাবতে ভাবতে কতো স্মৃতি সামনে এসে দাঁড়ায়। 

তানপুরাটা বৃদ্ধ হয়ে গেছে, তবু কথা বলে,
সূর্য অস্তাচলে, নবনীতার স্বাদ পেতে মন ক্লান্ত। 
হাসির পসরা সাজিয়ে আর কেউ আসে না,
দুঃখের ফেরিওয়ালা ফেরি করে, কে নেবে,
সকলের ঘর যে ভরে আছে। 

সুকপাখিটা নির্বাসনে, কালাপানির সাজা,
ত্রস্ত জীবনের ব্যস্ততা বার বার তাড়া করে। 
কে যেন বিদ্রোহ করে মনের গভীরে ।
তারই মাঝে সুকপাখিটা দেখা দেয় কয়েক পলক।

পরম শান্তি অনুভব করতে করতে ঘাম ঝরে,
দুঃখের পরোয়ানা নিয়ে হাজির হয় ভাগ্যদেবতা। 
চলতে চলতে আজও ভাবে নন্দন-
বহু কথা ছিল, সবই রয়ে গেল, 
জীবনের পাতাগুলো মূল্যহীন আজ। 

===============

অমল কুমার ব্যানার্জী 
পুনে মহারাষ্ট্র 
Copy right reserved 

No comments:

Post a Comment