কবিতা || শেষ বারের মতো || রূপঙ্কর চক্রবর্ত্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

কবিতা || শেষ বারের মতো || রূপঙ্কর চক্রবর্ত্তী

শেষ বারের মতো 

রূপঙ্কর চক্রবর্ত্তী 


শেষ বারের মতো যদি
আবারও তোমায় বলি
প্লিজ ছুঁয়ে থেকো তুমি 
কোনো অন্তর্হিত শিরা
যে যাই বলুক যা ইচ্ছে 
হৃদয়েরা পাড়ি দিচ্ছে 
ধীরে ধীরে গুনে নিচ্ছে 
স্টপওয়াচের সময়েরা 

নিলয় হয়ে অলিন্দে
অথবা অশরীরি কোনো বৃন্তে 
মিশে আছে কত গানে 
যেনো মহীনের ঘোড়া
কত কবিতারা আজও জব্দ 
লেখালেখি সহস্রাব্দ
প্রতি শব্দেই খুবই স্তব্ধ
সবটা তোমারই ইশারা

কত চিঠি লেখা ডায়েরিতে
পাতা ভরা আজও শায়েরিতে
ভরসা জোগানো গালিবেতে 
বায়নাবিলাসী ইচ্ছেরা 
বিনা নাম্বারে খোঁজে মন 
যেন অদ্ভুত টেলিফোন 
স্পীড ডায়ালে বিজ্ঞাপন 
খুঁজে চলে তোমার পাড়া 

তুমি নাইবা বললে কথা 
এ হৃদয়ে জমানো ব্যাথা 
লম্বা চওড়া মোটাসোটা 
ছুঁড়ে ফেলা সব শালীনতা
শেষবারের মতো লেখা গান
যেন অনশন অভিযান 
কমে যায় না তো কোনো টান 
বরং বেড়ে যায় গভীরতা 

সে গভীরে ডুবলে আর যায়না ফেরা 
তোলার দায়িত্বে ছিল না যারা 
তাদের কমে যায় সব ফাঁড়া 
তুমি তাকালেই একবার 
খয়েরী চোখের চাহনিতে
নীলচে আকাশ নামে ধরনীতে 
নতুন মোরামের সরনীতে 
পড়ে হাঁটু ছেঁড়ে বারবার 

তাই শেষ লাইনেই ইতি হয় 
নোটেগাছটাও মুড়ে যায় 
গল্পেরা উপসংহার পায় 
তোমার স্পর্শে রোজ
তুমি তারাদের গুনে নাও
ওদের স্পর্শ করতে চাও
বারে বারে ফিরে যাও
আমি তোমার চালাই খোঁজ।

====================

রূপঙ্কর চক্রবর্ত্তী
মেমারী, পূর্ব বর্ধমান। 

No comments:

Post a Comment