Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা ।। প্রবাহ ।। অঞ্জন বল

   

প্রবাহ                     

অঞ্জন বল

পরিশ্রুত জীবনকে ডেকে নিয়ে বলি --
এবার এসো অতীত গ্লানি মুছে ফেলি
আবাহন করি আগামী বসন্তকে ।
সব কি মুছে ফেলা যায়
যা কিছু চিরন্তন ?
কবচে থেকে যায় জড়ানো শ্রুতি --
জমানো ইতিহাস ।

কতবার নীড় ভেঙে গেছে ....
পুড়ে গেছে সব সুখ ছাই হয়ে .....
আতপের ঘামে গন্ধগোকুল হেঁটে গেছে
নদীর এক তীর ক্ষিদে নিয়ে ,
কতবার সূর্যের তাপ খেয়ে খেয়ে
সন্ধ্যা নেমেছে গভীর পৃথিবীর 
হরিৎ বাথানে , 
নক্ষত্রের সাথে ক্ষরিত আলোতে
চাঁদ সওদাগর ভাসাছে ভেলা
সারারাত ধরে।

প্রতিদিন সেঁজে উঠি সবুজে আর
কমলা প্রলেপে ,
জলোচ্ছাসে ভেসে যাবো জানি
তবুও আজন্ম পিপাসা বুকে ধরে রাখি ।
অতীত যে চিরসখা --
ফিরে আসে বার বার বয়সের হাত ধরে ,
ঋণ রেখে যায় মাটির ধুলোতে
যেখানে তৃণবেলা কেঁটেছে আমার ।

একটু ধীর অলসে বয়ে যাক নদী
একটু বিনোদন , আলাপ খুনসুটি ....
আড়ালে বসি ছায়া হয়ে ,
ওপারের ঘাট বড় মায়াময় ....
বাতাসে কুয়াশার আদিম হাতছানি ....
প্রবাহে নাড়ির টান মোহনার দিকে ।

বিস্তর আজীবন কাল কেঁটে গেছে
ঘুমঘোরে ,
ঋতুরা ফিরে গেছে বারে বারে
কখনো পলাশ হয়ে ফুঁটেছে
কখনো শেফালী হয়ে ঝরে গেছে ।
ফিরে যাবার দৌত‍্য এখন প্রবাহে
গোপন উৎস্রোত প্রাচীন বৃক্ষের পাঁজরে ,
নীলাভ আকাশে মেঘেদের জলছবি
অপার সিন্ধু সফেন ....
পৃথিবীর সব ডাঙা ডুবে গেছে আজ
দিনান্তে এসে ।

********************************

অঞ্জন বল
ইস্টার্ন পার্ক , সন্তোষপুর
কলকাতা - ৭৫














মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩