আলো-আঁধারিতে
লিপিকা ব্যানার্জী
সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বারান্দা দিয়ে রাস্তার দিকে চোখ রাখে মীরা। জল জমতে শুরু করেছে। কি যে হবে কে জানে। বাড়ির বাকি সদস্যরা বাইরে থাকলে যেন চিন্তা বাড়তে থাকে।
সন্ধ্যার অন্ধকার রাস্তায় এক হাঁটু জলে একে একে ছেলে মেয়ে আর তাদের বাবা বাড়ি ফিরল। অঘোর বাবু গিন্নিকে বলেন ----"মীরা, একমাত্র তুমিই ভালো আছো। বৃষ্টি পড়ে বেশ ঠাণ্ডা ওয়েদারে দুপুরে জমিয়ে ঘুমিয়েছো নিশ্চয়। আমাদের দেখো, এই এক হাঁটু জল ভেঙে কত কসরত করে আসতে হল।" ছেলে মেয়েও তাতে সায় দিল!
মীরা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে ---তা বটে, ঘরেতে থাকলে শুধু ঘুমোলেই চলে যায়! মুখে বলে--"যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়েও তোমাদের জন্য কি বানিয়েছি, ফ্রেস হয়ে এসো খাও এবার।"
খাবার টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করাটা যেন রোজ দিনের ব্যাপার ---কেউ ফোনে আর কেউ ল্যাপটপ এ ব্যস্ত! খাবার টেবিলে বসে হাতে মোবাইল---নজরও সেদিকে! মীরা অপেক্ষায় থাকে, কেউ তো বলুক ,খাবার টা কেমন হয়েছে। সারাক্ষণের পরিশ্রম ---বুকে জমা থাকে একটা চিনচিনে কষ্ট!
আচমকা কারেন্ট অফ হয়ে গেল। অন্ধকারে হাতড়ে মোমবাতি খুঁজে জ্বালালো মীরা। অঘোর বাবু মজা করে বলেন --"বাহ, এইতো বেশ জমে গেছে, একদম ক্যান্ডেল লাইট ডিনার"!
মোমবাতির আলোয় অঘোরবাবুর চোখে পড়লো মীরা যেন আজ একটু বেশিই চুপচাপ। অবশ্য এক্ষেত্রে পরিবারের বাকি সদস্য, মানে তিনি, ছেলে-মেয়ে সবারই দোষ সমান ---এটা তিনি অস্বীকার করতে পারেন না। বেশিরভাগ সময়টাই তাঁরা বাড়ির বাইরে থাকেন। আর ঘরে থাকলে যে যার নিজের ভার্চুয়াল জগতেই ব্যস্ত। পাশাপাশি থাকলেও অদৃশ্য দূরত্ব যেন।
অঘোরবাবু বলেন ---"আজ আর কেউ মোবাইল নিয়ে বসে থাকলে চলবে না---আজ জল থইথই রাস্তা আর এই আলো-আঁধারি--এই নিয়ে একটা আসর হোক। মীরা, প্রথমে তুমি শুরু করো।"
মীরার আপত্তি সবার সাধাসাধিতে আর টিকলো না। অন্ধকার ঘরে যেন আলো ফুটে উঠল তার কন্ঠে ---"যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে"সবাই জোরদমে হাততালি দিয়ে ওঠে গানের শেষে।
----"মা দুর্দান্ত গলা তো তোমার! রেকর্ড করে ইউটিউবে দিলে দিতে পারো তো, সুপার হিট হয়ে যাবে"--মেয়ে টিনা বলে।
মীরা বলে ---"তোর বাবাও তো খুব ভালো গাইতো"---
এবার অঘোর বাবুর পালা ---"আজি ঝড়ের রাতে তোমার অভিসার"---
অঘোর বাবুর স্মৃতিচারণ ----"মনে আছে মীরা, কলেজের ফাংশনের দিনগুলো---"
এমনি করে গানে গল্পে হাসিতে একটু অন্যরকম এক সময় কাটানো -----মাঝে মাঝে আধুনিক সাজসরঞ্জামকে পিছনে ফেলে হয়তো নস্টালজিক হতেই ভালো লাগে!
আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো। টিনা আপন মনেই বললো ----"let the rain wash away all the pains of yesterday."
================
Lipika Banerjee
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন