কবিতাগুচ্ছ ।। রুদ্র সুশান্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতাগুচ্ছ ।। রুদ্র সুশান্ত

কবিতাগুচ্ছ

রুদ্র সুশান্ত


দূরে গেলেই বুঝি, হয়তো তখন আমরা আরো কাছে আসি,
মানুষ তোমাকে প্রেমিকা বলে, আমি বলি তুমি সর্বনাশী।

হঠাৎ যে ঢেউ বুক ভেঙ্গে দেয়, কূল ভাঙ্গে না নদীর
সে ঢেউ একদিন তোমা'ও ছোঁবে, হয়তো আস্তে ধীর।

একফালি কাটা মেঘ, একবর্ণ আকাশ খুঁজে নিশুতিরাতের অন্ধকারে,
মেঘে মেঘে বেলা গেলে, তুমি আর নাই এলে, তোমাকে খুঁজি দিকজুড়ে।

কত আঘাত আর দিবে -সখি; কত আর রবে দূরে?
এই দেহ-মন-প্রাণ ডুবে থাকে তোমার অতল সমুদ্দুরে।

কারো জন্য মেঘ জমে, কারো জন্য তারা ফুটে আকাশে
করো জন্য মনটা খারাপ, কাউকে চাই আরো পাশে।

অন্ধকারে ডুবলে শহর, একা একা মনটা হয় নিখোঁজ
তোমার বাড়ীর সীমানা, মনটা বুঝেনা- আর্তনাদ করে রোজ রোজ। 

তোমাকে ভালো লাগে, ভালোবাসার অনুবাদ সগর্বে তোমাকে এনে দিই- তুমি পান করে মান রেখো প্রণয়ের। কতোদিন চলে গেছে তুমি আশা দিয়ে বাসা বাঁধোনি, সহস্র অনুনয় মাথায় নিয়ে তুমি বিনয়ী হয়েছো অথচ আমাকে দাওনি তার সুফল।

তোমার নামে একটি শহর হবে, শহরের গায়ে খোদাই করে লিখে দিবো তোমার নাম, তুমি হবে যুগোপ্রণয়ী।

কাছে যাওয়ার এত কেন সুতীব্র বেদনা? 
কেন ভালবাসি? কেনো বারে বারে কাছে যেতে চাই? 

হিজল ফুলের গন্ধ মেখে ঝুলে থাকা কালো চুলে
কেন তোমাতে সমর্পিত হই অকুল-অতলে

কেন বাপলা গাছের ডালে পেঁচা ডাকে
কেন নির্ভুল ডাগর চোখে চেয়ে থাকি দাঁড় কাকে? 

==========================

রুদ্র সুশান্ত
বাংলাদেশ



No comments:

Post a Comment