ছড়া ।। পুতল খেলা ।। প্রশান্ত কুমার মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

ছড়া ।। পুতল খেলা ।। প্রশান্ত কুমার মন্ডল

পুতুল খেলা

প্রশান্ত  কুমার মন্ডল


পুতল খেলা পুতুল খেলা
সেই যে ছোট্ট বেলা
পুতুলের বিয়ে দিতে গিয়ে 
করেছি কত খেলা।

তোমার পুতুল আমার পুতল
এই নিয়ে  যত দ্বন্দ্ব
আমারটা ভাল তোমারটা বাজে
ভেঙেছি কত দ্বন্দ্ব

সময়ই পেলে শাড়ি পরানো
কত রকম সাজানো 
কপালে টিপ মাথায় ফিতে
সুন্দর করে  মানানো।

পুতুল খেলা আজ নেই তো
ছিলো সেদিন বেশ
ছোট্ট বেলার দিন গুলো সব
কবে যে হলো শেষ  !
 
==================

 প্রশান্ত  কুমার মন্ডল, ১নংদিঘীর পাড়ার, পোষ্ট:ক্যানিং টাউন , জেলা:দ-২৪পরগনা, পিন:৭৪৩৩২৯.



No comments:

Post a Comment