অমিত মজুমদার
শেয়াল দেবতা দেখে তোমাদের বুকে আসে ফাঁকি
গোপনে তাদের শ্রোতা চোরা কুঠুরিতে ভরে রাখি।
সে এক অসুর কোলে মাচা বেঁধে কাছারি দমনে
রেখেছে শরীরে রোগ শ্রোণী কেটে চলনে গমনে।
অচেনা আবেগে ভরা জ্ঞানে বৃক্ষে মাটি মাটি হিয়া
কুপিয়ে বেসুরো মোহে ধামা চাপা যত পরকীয়া।
জটিল হরফে আঁকা বায়োমাসে মুছে রাখে যাতে
আমি ও নবীন শিশু গুটিপোকা পুষে ফেলি হাতে।
তোমাকে সোনার দামে কিনেছে সে রাতের খাবার
বোতলে জমানো প্রেত ছিপি খুলে বেরোবে আবার।
এখানে কামনা করো বারো ভূতে তেরো কাহিনিরা
ঘাড়ের ওপরে এসে একে একে চুষে গেছে শিরা।
___________________________________
অমিত মজুমদার
গ্রাম - পশ্চিম জগদানন্দপুর ( ভেড়ামারা )
পো - বেথুয়াডহরি
জেলা - নদিয়া
পিন - ৭৪১১২৬
No comments:
Post a Comment