কবিতা ।। তুমি বলেছিলে ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। তুমি বলেছিলে ।। দীপক পাল

    

     তুমি বলেছিলে

        দীপক পাল


        মনে পড়ে তুমি বলেছিলে একবার
        বিরাট সেতুটা পেরোতে পারবো কিনা,
        বলেছিনু তারে, ' যদি বলো তুমি বার বার
        তবে বলি জানিনা ওপারের ঠিকানা ' ।

        তারপরে কেটে গেছে কতটা বছর,
        আজও আমার সেতুটা পেরোনো হয় নি,
        তুমি চলে গেছো কবে কোন সুদূরে
        ঠিকানাটা কভু আমায় বলে যাও নি।

        শুধু বলেছিলে, ' আজ আমি চললাম
        নীল পাহাড় মিশেছে যেখানে আঁধারে,
        সেই পথ বহুদূর সবে কাল জানলাম
        তুমি যাবে নাকো জানি কখনো ওপারে '।

        বোলেছিনু সেইদিন ' যদি পরে দেখা হয়
        একসাথে সেতুটি পেরোবো সেইদিন '।
        তুমি হেসেছিলে সাদা কুয়াশার মতো
        বলেছিলে, ' সে তো আসবেনা কোনোদিন '।


                       -- ০---০---০---০--

                      Dipak Kumar Paul,
                      DTC Southern Heights,
                      Block-8, Flat-1B,
                      D.H.Rd., Kol-700104.



 

No comments:

Post a Comment