ছড়া ।। ভোরের আকাশ ভালো ।। দিলীপ কুমার মধু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

ছড়া ।। ভোরের আকাশ ভালো ।। দিলীপ কুমার মধু

ভোরের আকাশ ভালো

দিলীপ কুমার মধু


সূর্যের আলো যায়নি দেখা
কল্পনাতে ভাসছি একা
স্বচ্ছ -সতেজ শিশির বিন্দু
ঝলমল করলো---
ভোরের আকাশ ভালো।

শুকতারাটি চোখের রেখায়
জলছবি চশমায় আঁকায়
পথিক সে তো মিষ্টি শব্দে
পথ জয় করলো---
ভোরের আকাশ ভালো।

চাষির ঘরে নিভলো বাতি
ফসল কাটতে কাস্তে সাথী
স্বর্ণবিন্দু মাঠ -ঘরকে
আলোয় ভরলো---
ভোরের আকাশ ভালো।

ভোরবেলাটা কপাল কুঁচকে
সূর্যকে যে দেয় উসকে
দুনিয়াটা ভাবতে থাকে
সারাদিনটা কালো---
ভোরের আকাশ ভালো।
 
--------
 
দিলীপ কুমার মধু, মেমারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত

No comments:

Post a Comment