কবিতা ।। বৃদ্ধাশ্রম ।। নিবেদিতা সম্রাট বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। বৃদ্ধাশ্রম ।। নিবেদিতা সম্রাট বিশ্বাস

বৃদ্ধাশ্রম

নিবেদিতা সম্রাট বিশ্বাস

  
আমি এখন বৃদ্ধাশ্রমে- নিজেই নিজের রাজা,
তোদের এখন বওয়ার পালা জীবনযুদ্ধের বোঝা।
অনেক দিন তো ছাতা হয়ে ছিলাম তোদের মাথায়,
এবার নাহয় আরাম কর মুক্ত হয়ে সব দায়।
সম্পত্তি গুলোই তোদের কাছে হয়েছিল দামী-
সবটাই তাই বুঝিয়ে দিলাম তোর বাবা আর আমি।
গাড়ি বাড়ি সব করেছি, সবই থাকুক তোদের,
ওসবই তুচ্ছ জানিস এক সময়ের পর-
শুধু অর্থ নয় ভালোবাসাই গড়ে তোলে ঘর।
ভাইবোনে তোদের জল্পনা কত বুড়ো আমাদের নিয়ে,
কবে কার বাড়ি থাকব আমরা আলাদা আলাদা গিয়ে।
সুবিধা তো নেই-ই কারো যত অসুবিধার তালিকা,
ছেড়েই দিলাম তোদের তাই থাকব এবার দুটিতে একা।
এখানে সবার দুঃখ এক গল্প গুলো ভিন্ন,
তাই ঠিক করেছি বাঁচব সবাই নিজেই নিজের জন্য।
তোদের জন্য গানবাজনা ছবি আঁকা যে যা দিয়েছিলাম বিসর্জন,
নতুন করে শুরু করেছি সবাই সবার মনের মতন।
ইচ্ছে হলে মাঝেমধ্যে খোঁজ-খবর রাখিস,
পিছুটানে মুক্তি দিলাম- নিজের মত থাকিস।
ছোটবেলায় থাকতিস কত অনুগত হয়ে সবাই,
তাতেই আমাদের এই অবস্থা, সত্যি অবাক হতে হয়!
তোদের ছেলেমেয়েগুলোর মুখে মুখে জবাব,
যা চাইবে না পেলেই হুমকি দেওয়া স্বভাব!
বুড়ো বয়সে তোদের হাল আমায় বড্ড ভাবায়,
তোদের অবস্থা দেখার আগে তাই চলে যেতে চাই।
আশ্রমের সবাই যেন শেষ সময়ে আমায় ঘিরে থাকে,
তোরা নাহয় পরেই এলি পার করে বছর টাকে।। 
 
=================
 
 
নিবেদিতা সম্রাট বিশ্বাস
কৃষ্ণনগর, নদীয়া। 



No comments:

Post a Comment