কবিতা || দয়িতা তোমাকে || জয়ন্ত চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা || দয়িতা তোমাকে || জয়ন্ত চট্টোপাধ্যায়


দয়িতা তোমাকে

জয়ন্ত চট্টোপাধ্যায়


তোমার জন্য পলাশবনে রঙের খেলা আগুন আগুন গন্ধে ভাসে সারাটা দিন
ফাগুনবেলা দিঘল বিকেল মনের উড়াল দৃষ্টিসীমা ছাড়িয়ে গিয়ে ঠিকানাহীন।
উড়ছে ধুলো পাতার বুকে উদোম বাতাস টান মানে না
নিরুদ্দেশের গয়ংগচ্ছ দেয় ছুঁড়ে কোন খালের দিকে কেউ জানে না।
পলাশডালে পাখপাখালির খুনসুটিতে মধুর ছোঁয়া শব্দগুলো গান হয়ে যায়
পরাগ মেখে ঠোটের বরণ লালের পোঁচে টকটকে আর চোখ যে রাঙায়!
বুকের ভেতর স্বপ্নগুলো ব্যাঙের ছাতা অসময়ে ভেদ করেছে বুকের জমিন
হু হু ব্যথা পাঁজর কাঁপায় শিনশিনিয়ে কসাইছুরি খুব উদাসীন
বাসন্তী রং দিগন্তটা হঠাৎ কালো চাদরে কে কোন সে কেতু করলো বিলীন?
যে মুখ দেখে রামধনু গায় বাহার রাগে সহজ খেয়াল সে মুখটুকু কে লুকালো?
দু এক কথা শেষ করে পাই দানববধের প্রাণের রসদ জাগলে ভেতর বাহির জাগে লাগে আলো।
এমন কালো সবই আড়াল যায় না দেখা কুজ্ঝটিকায় ভালোবাসার আঁকিবুকি
ক্লান্ত ময়াল রাতের ঘোরে কুণ্ডলীতে ঘুমিয়ে থাকা শীতের রাতে পাতাঝরার তাপের আশায়।


=========================
 
জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া-৭২২১২২

No comments:

Post a Comment