ছড়া ।। প্রকৃতির রূপ ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

ছড়া ।। প্রকৃতির রূপ ।। রঞ্জন কুমার মণ্ডল

প্রকৃতির রূপ

রঞ্জন কুমার মণ্ডল

রোজ প্রভাতে রবি'র দেখা পুবের আকাশটায়
আঁধার মোহ দূর হয়ে যায় আলোর মহিমায়।

সবুজ শ্যামল বনানীতল পটে যেন ছবি আঁকা
অনেক আছে এই প্রকৃতির নতুন কিছু শেখা।

পাহাড় থেকে ঝর্ণা ধারা নামে ধরার বুকে
নীরবে মেশে সাগর নদীতে বয়ে চলে মহাসুখে।

সবুজ বনে আপন মনে সুরে গায় কত পাখি
গাছেরফল খেয়ে বিহ্বল করে তারা ডাকাডাকি।

চন্দ্র তারা পুষ্প প্রকৃতি নিত্য নতুন রাগে
প্রকৃতির রূপে হাবুডুবু খেয়ে বাঁচতে সাধ জাগে।

পরমা প্রকৃতি ছড়ায় দ্যুতি পাহাড় নদীর কূলে
রাশি রাশি কি মধুর হাসি সদ্য ফোটা ফুলে!

সবুজ শ্যামল প্রকৃতির কোল স্নেহের পরশ মাখা
ষড়ঋতুর অনন্য সাজ দিল খুশিতে দেখা।

                        ""''''''

রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ ,মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা।
পিন নং-৭০০১৩৭.পশ্চিমবঙ্গ।


No comments:

Post a Comment