ছড়া ।। নবান্ন উৎসবে ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

ছড়া ।। নবান্ন উৎসবে ।। দীনেশ সরকার

 নবান্ন উৎসবে

  দীনেশ সরকার


চাষিরা সব ব্যস্ত ভীষণ
কাটতে পাকা ধান
চাষিপাড়ার বউরা ব্যস্ত
নিকাতে উঠান ।

সোনা ধানে ভরবে উঠান
মনে খুশির দোলা
ঝাড়াই হবে, মাড়াই হবে
ভরবে ধানের গোলা ।

ছেলে-মেয়ে কাচ্চা-বাচ্চা
থাকবে দুধে-ভাতে
সারা বছর গরম ভাতটি
পড়বে সবার পাতে ।

নতুন ধানের নতুন চালের
গরম ভাতের গন্ধে
হবে পাড়া মাতোয়ারা
খুশি আর আনন্দে ।

এমন হাসি খুশির দিনে
দূরে কে আর রবে
মিলবে সবাই একসাথে যে
নবান্ন উৎসবে ।

********************************
 
 
 
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ----- ৭২১৩০৬

No comments:

Post a Comment