Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা ।। আকাশ-ঘুড়ি ।। সুমিত মোদক


আকাশ-ঘুড়ি

সুমিত মোদক


উড়িয়ে দিলাম , উড়িয়ে দিলাম আকাশ-ঘুড়ি 
তোমার বুকে ;
তোমার সঙ্গে সেই কবে দেখা হয়েছিল 
ঠিক ঠিক মনে নেই ;
কেবলমাত্র মনে আছে অঘ্রাণের ধান উঠে যাওয়া মাঠে 
দুজনে মিলে দিগন্তরেখা দেখতে চেয়েছিলাম ;

বিকালের আলোতে আকাশ-পথ চিনিয়ে দিয়েছে 
সাদা সাদা বক , কিশোর-স্বপ্ন …
সেখানে এখন আর কোনও ভাবেই 
সহজে ঢুকে পড়তে পারি না ;
থেকে যায় একটা ঘাসফড়িং …
যে কিনা সব সময়ের জন্য তিড়িংবিড়িং করে
লাফিয়ে লাফিয়ে উঠে
মনের আনন্দে ;

হয় তো সে দিন দুজনে একটা গোটা আকাশ
নামিয়ে আনতে চেয়েছিলাম 
বুকের ভিতর ;
হয় তো সে দিন গান ধরে ছিলাম কোনও এক
পল্লিগীতি কিংবা রামায়নি ;

বেলা শেষ হয়ে আসছে জানি ;
তা বলে ঘুড়ি ওড়াবো না হয় ;
পেঁচকাটি , চাঁদিয়াল , বগ্গা … সবই আছে ;
যখনই ইচ্ছা হয় উড়িয়ে দিতে পারি ;
অথচ , সময় হয়ে ওঠে না আর ;

সাত সমুদ্র তের নদী পেরিয়ে যে দিন ফিরে এলাম ,
সে দিন তুমি আর নেই পেঁচাখুলির মাঠে ;
চাষীরাও ধান কেটে নিয়ে গেছে যে যার বাড়িতে ;
কেবল পড়ে আছে ছোট ছোট নাড়া ;
ঠিক আমার হৃদয়ের মতো ;
আরও কিছুটা সময়ের পর ধীরে ধীরে 
ঘিরে ধরবে কুয়াশার সোহাগ ;
শব্দ উঠবে খসে পড়া হলুদ পাতার ;

তুমি কি তখন ফিরে আসতে পারবে 
প্রথম জীবনের মাটির আলপথ দিয়ে 
এই ঘুড়ি ওড়ানোর একাকী মাঠে !
যেখানে আজই পূর্ণিমার চাঁদ ছুয়ে থাকে 
মাটি ;

এখন একের পর এক ঘুড়ি উড়িয়ে দিচ্ছি আমার আবেগের বাতাসে ;
জানি আর ভো-কাট্টা হবে না সন্ধ্যার আকাশে ;
একটা একটা করে তারারা ফুটে উঠছে ;
আলো ছড়িয়ে দিচ্ছে ;
সে আলো এসে পড়ে আমাদের মাটির উঠানে ;

তোমার বুকে জেগে থাকবে পূর্ণিমার চাঁদ ,
উড়ন্ত এক ঘুড়ি ;
সে ঘুড়ির সুতো অলৌকিক এক আলোর সঙ্গে মিশে থাকে ।

****************
 
 
 
  সুমিত মোদক
 সোনাঝুরি , দিঘির পাড় বাজার , ফলতা , দক্ষিণ চব্বিশ পরগণা  ।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩