দুটি কবিতা ।। ঈশিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

দুটি কবিতা ।। ঈশিতা পাল

দুটি কবিতা ।।  ঈশিতা পাল


মিসিং লিঙ্ক


কোথাও যেন কিছু একটা নেই
Some missing link
আমরা সবাই জীবাশ্ম
হয়তো কখনো কিছু একটা ছিলাম।
এই নেই হয়ে থাকা
ভাবনার ঝুলন্ত কার্নিস
কেমন মনমরা বিষণ্ণ বিকেল।
নীরবতার মধ্যেও কত কথা
কত শব্দ-
আমি শব্দ কুড়োই রোজ destiny-র  ভোরে।
পাখিদের গান অলস দুপুর সব কোলাহল পেরিয়ে নির্জন twilight যেন কত কিছু বলে
ভাষাহারা গানের বিকেলে 
এসো আবার হাত ধরি
এসো আবার আমরা আগের মত
কিছু একটা হই।
এসো ফুরিয়ে যাবার আগে platonic love আরেকবার।
 

 এ কি আমি!


আগে লিখতে বসলেই বাজারচলতি ছন্দ,অন্ত্যমিল
আবেগ,বিষয়ভাবনা নিয়ে মাথা চুলকে যেতাম-
হঠাৎ কি যে হল!
ধাঁ করে কোথায় মাথাটা ঠুকে গেল
জ্ঞান ফিরতেই জায়ান্ট হুইলের সওয়ারি।
কিছু বুঝতে না বুঝতেই মাথা বন্ বন্ কাঁধ ঝন্ ঝন্-
আমি আর আমিতেই নেই
সুখ,দুঃখ,অভিমান,বিষাদ,বিচ্ছেদ ভুলে
ছুঁচ-সুতো নিয়ে সেলাই করছি
উইকএন্ড পার্টি,অবৈধতা,মন্দারমনি
রাজনৈতিক কেচ্ছা,জোড়াভুরু,কালোতিল
সারেগেমাপা ও চব্য চোষ্য লেহ্য পেয়-
আরো কত কি!
ধারণা ছিল না এত ট্যারাব্যাঁকা কথা এত সহজ সুরে বাঁধতে পারি,
আবার সহজ কথার জটিল অঙ্ক কষতে পারি-
'কথা কম কাজ বেশি'
ট্রিম করে কথা বলা ফ্যাশন।
কাঁচি চালাও,দর্জিদাদু হয়ে যাও-
আজকাল কাপড় শুকোয় লন্ড্রিতে
সেখানে কেঁদে ভাসালে রুমাল দেবেনা কেউ,
টিস্যু পেপারের চড়া দাম দেখলে হবে?
খরচা আছে বস্।
 

=====================
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 ঈশিতা পাল
ব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত।



No comments:

Post a Comment