Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

তিনটি কবিতা ।। মেশকাতুন নাহার

তিনটি কবিতা ।। মেশকাতুন নাহার

 ইচ্ছে ভুবন

ইচ্ছে বাসায়
কিছু আশায়
নিত্য আঁকি কতো ছবি!
মনের দোরে
প্রতি ভোরে
কড়া নাড়ে ঐ যে রবি।

ভাবছি বসে
মনের হর্ষে 
যদি হতাম প্রজাপতি! 
বুনো ফুলে
পাখা খুলে
মেলে দিতেম অনুভূতি।

অচিন দেশে 
হাওয়ায় ভেসে
মেঘের সাথে করি সন্ধি!
পর্বত চূড়ায় 
তৃষ্ণা জুড়ায়
যখন প্রণয় হয় যে বন্দী।

ভাবনা রাজ্যে 
কারুকার্যে
গাঁথি বিনে সুতোয় মালা,
এলোমেলো 
স্বপ্নগুলো 
জীবন যাত্রার ডালপালা।

আকাশ নীলে
চোখের ঝিলে
খুঁজে কতো কিছু চেতন, 
আশয় তীরে
উমেদ ঘিরে 
রশ্মি ভরা আমার ভুবন।
 
 

রাঙাবধূর হাসি

বধূ সাজে মাঝে মাঝে 
মুখটি লাজে ভরে, 
দেখি তাঁরে বারেবারে 
হৃদয় দ্বারে ধরে। 

দিঘল চুলে বেলি ফুলে
হেলে দুলে চলে, 
রাঙা বেশে ভালোবেসে 
মিষ্টি হেসে বলে। 

রূপে ভরা অঙ্গ গড়া
অগ্নিঝরা মূর্তি, 
কর্ম ছেড়ে আসি তেড়ে
যায় যে বেড়ে ফুর্তি।

মিঠা স্বরে হাতে ধরে 
প্রণয় করে বলে, 
চলো দূরে আসি ঘুরে 
ঐ ফুরফুরে জলে।

স্বপ্ন ঘেরা ছোট্ট ডেরা 
বধূ সেরা সাধন,
তেড়েমেরে গেলে ছেড়ে 
যাবে হেরে বাঁধন।

 

নৌ ভ্রমণে চলো 

 
কোথায় তোমরা বন্ধু বান্ধব 
একত্র হই সবে,
বনভোজনে চলো যাবো 
দারুণ মজা হবে।

মেঘনার বুকে চর জেগেছে 
খুব মনোহর চিত্র,
পাখি দেখে মন জুড়াবে
চলো সকল মিত্র।

নদীর গর্ভে সোনালী রোদ
ঝিকিমিকি হাসে, 
ছোট ছোট ডিঙি নৌকা 
জলের উপর ভাসে।

নৌ ভ্রমণে গল্প,আড্ডা
গাইবো পল্লী গীতি,
ফুর্তি করবো সারাটাদিন 
ছড়িয়ে বেশ প্রীতি।

ইলিশ ভাজা তাজা তাজা
খাবো মজা করে, 
মন মাঝারে এমন স্মৃতি 
রাখবো ছবি ধরে।
 
 ==============
 
মেশকাতুন নাহার
প্রভাষক সমাজকর্ম 
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, 
কচুয়া, চাঁদপুর।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত