Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

তিনটি কবিতা ।। মেশকাতুন নাহার

তিনটি কবিতা ।। মেশকাতুন নাহার

 ইচ্ছে ভুবন

ইচ্ছে বাসায়
কিছু আশায়
নিত্য আঁকি কতো ছবি!
মনের দোরে
প্রতি ভোরে
কড়া নাড়ে ঐ যে রবি।

ভাবছি বসে
মনের হর্ষে 
যদি হতাম প্রজাপতি! 
বুনো ফুলে
পাখা খুলে
মেলে দিতেম অনুভূতি।

অচিন দেশে 
হাওয়ায় ভেসে
মেঘের সাথে করি সন্ধি!
পর্বত চূড়ায় 
তৃষ্ণা জুড়ায়
যখন প্রণয় হয় যে বন্দী।

ভাবনা রাজ্যে 
কারুকার্যে
গাঁথি বিনে সুতোয় মালা,
এলোমেলো 
স্বপ্নগুলো 
জীবন যাত্রার ডালপালা।

আকাশ নীলে
চোখের ঝিলে
খুঁজে কতো কিছু চেতন, 
আশয় তীরে
উমেদ ঘিরে 
রশ্মি ভরা আমার ভুবন।
 
 

রাঙাবধূর হাসি

বধূ সাজে মাঝে মাঝে 
মুখটি লাজে ভরে, 
দেখি তাঁরে বারেবারে 
হৃদয় দ্বারে ধরে। 

দিঘল চুলে বেলি ফুলে
হেলে দুলে চলে, 
রাঙা বেশে ভালোবেসে 
মিষ্টি হেসে বলে। 

রূপে ভরা অঙ্গ গড়া
অগ্নিঝরা মূর্তি, 
কর্ম ছেড়ে আসি তেড়ে
যায় যে বেড়ে ফুর্তি।

মিঠা স্বরে হাতে ধরে 
প্রণয় করে বলে, 
চলো দূরে আসি ঘুরে 
ঐ ফুরফুরে জলে।

স্বপ্ন ঘেরা ছোট্ট ডেরা 
বধূ সেরা সাধন,
তেড়েমেরে গেলে ছেড়ে 
যাবে হেরে বাঁধন।

 

নৌ ভ্রমণে চলো 

 
কোথায় তোমরা বন্ধু বান্ধব 
একত্র হই সবে,
বনভোজনে চলো যাবো 
দারুণ মজা হবে।

মেঘনার বুকে চর জেগেছে 
খুব মনোহর চিত্র,
পাখি দেখে মন জুড়াবে
চলো সকল মিত্র।

নদীর গর্ভে সোনালী রোদ
ঝিকিমিকি হাসে, 
ছোট ছোট ডিঙি নৌকা 
জলের উপর ভাসে।

নৌ ভ্রমণে গল্প,আড্ডা
গাইবো পল্লী গীতি,
ফুর্তি করবো সারাটাদিন 
ছড়িয়ে বেশ প্রীতি।

ইলিশ ভাজা তাজা তাজা
খাবো মজা করে, 
মন মাঝারে এমন স্মৃতি 
রাখবো ছবি ধরে।
 
 ==============
 
মেশকাতুন নাহার
প্রভাষক সমাজকর্ম 
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, 
কচুয়া, চাঁদপুর।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল