কবিতা ।। গাছ বা মানুষ ।। সুবীর ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। গাছ বা মানুষ ।। সুবীর ঘোষ



গাছ বা মানুষ


   সুবীর ঘোষ

 



সব হারানো একলা কবি

সোঁদা পথের মাঝ বরাবর

হাত ছড়িয়ে পা ছিটিয়ে

যেতে চাইত দূরে কোথাও ।

চোখ দুটো তার মনের ভেতর

জলের ওপর যেন ভাসত ।

শব্দে কবির খেলনাপাতি

কেউ ছিল না সঙ্গীসাথি ।

হঠাৎ মেঘের বাজনা শুনে

কীসের আশায় দৌড় লাগাত

বনবাদাড়ের ভেতর দিয়ে

যেখানে এক আদ্যিকালের

অশথগাছের শেকড় মেলা ;

সেই শেকড়ে টান দিয়ে সে

বলত কেঁদে বলত হেসে---

এইখানে চাই আমার বসত

ঐ যে গেছে আমার শেকড় ।

 

পথের পথিক পাগল ভেবে

বিনি পয়সার গালিগালাজ

বিলিয়ে যেত দু'চার ঝুড়ি

আর বলত—বদ্ধ পাগল ।

ভাবত কবিঃ পাগল আমি ?

পাগল তাদের ঝাড়গুষ্টি

যারা ভাইয়ের ভালোবাসার

আসল সুদের অঙ্ক কষে ।

 

আসল মানুষ গাছের মতো

স্থানবদলেই অকাল মরণ ।

যার ভেতরে শুধুই সবুজ

তার নামই তো গাছ বা মানুষ ।

 

=====================

 


সুবীর ঘোষ

৩০১, আশ্রয় এ্যাপার্টমেন্ট

বিধান নগর

দুর্গাপুর-৭১৩২১২


 

No comments:

Post a Comment