কবিতা ।। ভয় ।। মীরা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। ভয় ।। মীরা রায়

 

ভয়

মীরা রায়

 
জন্ম থেকেই ভয়
একটা ভীষণ ভয় কাজ করে
ভয়েই শিশু কেঁদে ওঠে
চেঁচিয়ে হাত মুঠো করে জড়িয়ে ধরে।
তার পরেও আরও কত ভয়
ভয়ে মায়ের কোলে মুখ লুকায়
খামচে ধরে মায়ের কাপড়
যদি মা ছেড়ে যায়।
চেনা নয় এমন মানুষকে ভয় পায়
চায় না যেতে কারুর কোলে
সবেতেই ভয় কাজ করে
এভাবেই তো দিন চলে।
ভয় তো পিছু ছাড়বে না
মরন না হওয়া পর্যন্ত
চিতাতেই সব শেষ
ভয়,যত দিন থাকবে জ্যান্ত!
মান-সম্মানের ভয়, কূল হারানোর ভয়
ভয় ই সদাসর্বদা
বাঁচাও  কে কোথায় আছো
ঠাকুর দেবতা,আল্লা খোদা।
ভয়ে ভয়েই কাটছে জীবন
এক-একটা দিন যেন প্রতীক্ষার বছর
কেউ পর নয় সবাই আপন
এটা ভাবতেই লাগে কোটি কোটি জন্ম জন্মান্তর।
 
=======================

মীরা রায়
আঁকড়িশ্রীরামপুর পুরশুড়া হুগলি

No comments:

Post a Comment