কবিতা ।। সামলানো ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। সামলানো ।। প্রতীক মিত্র

সামলানো

প্রতীক মিত্র

 
অন্ধকারকে আলো বলে বেশ দৃঢ়ভাবে মেনে চলেছি।
সম্ভাবনার ট্রিগ্রারটাকে বার বার
টেনে চলেছি
যদি একবার যদি একবার
মিথ্যের ফাঁদে পা দেয় সত্যি নামক ইঁদুরগুলো।
রাস্তাঘাটে বরাবরের কমই ধুলো।
সেখানে কিছু নেই হওয়ার আর।
মনের মধ্যে ভেতরে আরো গভীরে কে করবে ময়লা পরিষ্কার?
আমাদের তো হাঁটাহাঁটি কমবেশি অনেক হল।
সয়ে গেছে এসব কানামাছি
খেলা। আগামীর আয়না গায়ে যাদের,
দ্যাখেনি যারা নাচ সঙ্গতিতে উন্মাদের;
ধক তাদের থাকবেতো এইসব টিকরমবাজি সামলাবার?
 
================

প্রতীক মিত্র
কোন্নগর-712235,পশ্চিমবঙ্গ


No comments:

Post a Comment