কবিতা ।। স্বাধীনতা ।। অভিজিৎ দত্ত  - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। স্বাধীনতা ।। অভিজিৎ দত্ত 

 

স্বাধীনতা

অভিজিৎ দত্ত 


হে স্বাধীনতার রবি
তোমাকে অন্ধকারে নিয়ে যেতে 
চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি
নিপীড়িত জনগণ 
বুঝলো যখন তোমার মর্ম 
ঝাঁপিয়ে পড়লো স্বাধীনতার জন্য। 
তবু দুঃখ হয় 
যখন দেখি স্বাধীন দেশগুলোর 
জনগণ অভুক্ত রয়। 
এই স্বাধীনতার জন্যই কী 
এতো লড়াই?

দেশের জনগণ 
যদি না থাকে ভালো 
তবে সেই স্বাধীনতার কী মূল্য?
আমাকে বুঝিয়ে বলো।
 
================
 
ABHIJIT DUTTA AT-MAHAJANPATTI P.O.JIAGANJ DIST.MURSHIDABAD PIN.742123 WEST BENGAL 

No comments:

Post a Comment